(A Branch Centre of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math, Howrah, West Bengal)

program schedule

-: বিজ্ঞপ্তি :-                             

১০ /০৭ /২০২৫

 

সুধী ভক্তবৃন্দ ,

 

রামকৃষ্ণ- বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন

 

রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রীভূমির পরিচালনায়,আগামী ২৪শে আগস্ট ২০২৫, রবিবার,রামকৃষ্ণ মঠ শ্রীভূমিতে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে যোগদান করবার জন্যে মঠ অফিসে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। অনুষ্ঠানের প্রবেশ মূল্য ন্যূনতম ২০০ টাকা মাত্র।

 

প্রধান বক্তা  হিসাবে থাকবেন –

 

স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ,

সচিব রামকৃষ্ণ মিশন নরোত্তমনগর ,অরুণাচল প্রদেশ,

রামকৃষ্ণ মঠের ট্রাস্টী ও রামকৃষ্ণ মিশনের গভর্ণিং বডির সদস্য

 

স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ,

প্রধান আচার্য ,ব্রহ্মাচারী প্রশিক্ষণ কেন্দ্র বেলুড় মঠ

 

স্বামী দুর্গানাথানন্দজী মহারাজ,

সচিব ,রামকৃষ্ণ মিশন কল্যাণী

                                                        

                                                                

Scroll to Top